আন্তর্জাতিক ডেস্ক
ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা অভিবাসীদের জন্য আলবেনিয়ায় একটি অভ্যর্থনাকেন্দ্র তৈরি করবে ইতালি। সেখানে থাকা অবস্থায় তাদের আশ্রয়ের অনুরোধ পর্যালোচনা করা হবে। সোমবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ঘোষণা দিয়েছেন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।
ইতালির প্রধানমন্ত্রী বলেছেন, ২০২৪ সালে দুটি কেন্দ্র চালু হবে। এখানে প্রায় ৩ হাজার মানুষকে রাখা যাবে। বছরে প্রায় ৩৬ হাজার অভিবাসীর আবেদন পর্যালোচনার এই কেন্দ্রের সক্ষমতা আরও বাড়ানোর বিষয়ে আশাবাদী ইতালির সরকার।
রোমে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার সঙ্গে জর্জিয়া মেলোনির বৈঠকের পর এ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। আলবেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শেনজিন ও গজদারে দুটি কেন্দ্র নির্মাণ করা হবে।
জর্জিয়া মেলোনি বলেছেন, শিশু ও অন্তঃসত্তা নারীদের এসব কেন্দ্রে পাঠানো হবে না। অভিবাসীদের আশ্রয়ের আবেদন যদি ইতালি খারিজ করে দেয় তাহলে আলবেনিয়া তাদের নিজ দেশে ফেরত পাঠাবে।
তিনি আরও বলেছেন, এসব কেন্দ্র ইতালির এখতিয়ারে থাকবে এবং আলবেনিয়া বাইরের নিশ্চিত করবে।
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকানোর অঙ্গীকার করেছেন মেলোনি। এই প্রতিশ্রুতি দিয়ে গত বছর নির্বাচনে জয়ী হয়েছেন তিনি।
চলতি বছর সমুদ্রে চলাচলের অনুপযোগী নৌযানে চড়ে প্রায় ১ লাখ ৪৫ হাজার অভিবাসনপ্রত্যাশী ইতালিতে প্রবেশ করেছে। গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ৮৮ হাজার।
আপনার মতামত লিখুন :