আব্বাসকে ফোনালাপে যা বললেন পুতিন


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৩, ২:২০ অপরাহ্ন /
আব্বাসকে ফোনালাপে যা বললেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় চলমান সংঘাত নিরসনে সহযোগিতা এবং বাধাহীন মানবিক ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে মস্কোর পদক্ষেপের কথা ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে তুলে ধরেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (২২ ডিসেম্বর) এক ফোনালাপে তিনি এসব তুলে ধরেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, দখলকৃত গাজা উপত্যকায় রাশিয়া মানবিক ত্রাণ সরবরাহ অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন। এসব মানবিক সহযোগিতার মধ্যে থাকবে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম।

বিবৃতিতে বলা হয়েছে, পুতিন চলমান সংঘাত অবসানে ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। এই লক্ষ্যে ফিলিস্তিনি নেতৃত্ব যে-সব পদক্ষেপ নিয়েছে রাশিয়া সেগুলোকে সমর্থন করে।

রাশিয়া-ফিলিস্তিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার দ্বিপক্ষীয় লক্ষ্যের কথাও তুলে ধরেছেন আব্বাস ও পুতিন। 

রুশ প্রেসিডেন্ট বলেছেন, মস্কো সফরে আব্বাসকে দেওয়া আমন্ত্রণ বহাল রয়েছে। উভয়পক্ষের সুবিধাজনক সময়ে এই সফর অনুষ্ঠিত হতে পারে।

৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় বিমান হামলা ও স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েলের সেনাবাহিনী। হামলায় এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১২০০ নিহত হয়েছেন বলে দাবি করেছে কর্তৃপক্ষ।