আর্জেন্টিনায় ঝড়ে স্পোর্টস ক্লাবের ছাদ ধসে নিহত ১৩


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৩, ১২:৩১ অপরাহ্ন /
আর্জেন্টিনায় ঝড়ে স্পোর্টস ক্লাবের ছাদ ধসে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

আর্জেন্টিনায় শক্তিশালী ঝড়ে একটি স্পোর্টস ক্লাবের ছাদ ধসে অন্তত ১৩ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার (১৬ ডিসেম্বর) দেশটির বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কাতে এই হতাহতের ঘটনা ঘটেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় মেয়র কার্যালয়ের এক সূত্র বলেছে, ভারী বৃষ্টি ও বাতাসের কারণে স্পোর্টস ক্লাবটির ছাদ ধসে পড়ে। এ সময় সেখানে একটি স্কেটিং প্রতিযোগিতা চলছিল।

শহরটিতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। ঝড়ের কারণে শহরের একাংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্থানীয় পৌরসভার একটি বিবৃতিতে বলা হয়েছে, দুর্ভাগ্যবশত বেহিয়েন্স ডেল নর্টে ক্লাবে ১৩ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে জরুরি সেবা।

ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে দমকলকর্মীরা কাজ করছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।