আল শিফাকে ডেথ জোন আখ্যা দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা


Assroy প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৩, ৮:৩৪ পূর্বাহ্ন /
আল শিফাকে ডেথ জোন আখ্যা দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় চলমান সহিংসতার মধ্যে আল শিফা হাসপাতালকে ডেথ জোন হিসেবে আখ্যা দিয়েছে  বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই সঙ্গে হাসপাতালে যারা অবস্থান করছে তাদের সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২৯১ জন রোগী ও ২৫ স্বাস্থ্যকর্মী এখনও হাসপাতালের ভেতরে রয়েছে। সংস্থাটি বলছে, হাসপাতালের ভেতরে তারা এক ঘণ্টা অবস্থান নিতে সক্ষম হয়। আর এই এক ঘণ্টার পরিদর্শনে হাসপাতালকে ডেথ জোন হিসেবে আখ্যা দেন তারা।

এর আগে হাসপাতালের নিয়ন্ত্রণ নিয়ে এক ঘণ্টার মধ্যে রোগীদের হাসপাতাল ছাড়ার আল্টিমেটাম দেয় ইসরায়েলি বাহিনী। 

ইসরায়েলি আগ্রাসন থেকে বাঁচতে হাসপাতালের বারান্দায় আশ্র‍য় নিয়েছিল  আড়াই হাজারের মতো বাসিন্দা।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশুদ্ধ পানি, জ্বালানি ও অন্যান্য  প্রয়োজনীয় সহায়তার অভাবে আল শিফা হাসপাতাল হিসেবে কাজ করা বন্ধ করে দিয়েছে।

গত দেড় মাসের হামলায় ১২ হাজারের মতো ফিলিস্তিনি নিহত হয়েছেন। হাসপাতাল, স্কুল, মসজিদ বা অ্যাম্বুলেন্স কোন কিছুই হামলার হাত থেকে বাদ যাচ্ছে না।