ইউক্রেনীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি রাশিয়ার


Assroy প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৩, ১২:১৬ অপরাহ্ন /
ইউক্রেনীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার একাধিক স্থানে ইউক্রেনের অন্তত ২৪টি ড্রোন ও দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার দিবাগত রাতে এসব হামলা চালানো হয় বলে রবিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, রাজধানী মস্কো, তুলা, কালুগা, স্মোলেনস্ক ও ব্রায়ানস্ক অঞ্চলে ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এক বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেনের দুটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এস-২০০ ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে। আজভ সাগরে এগুলো ধ্বংস করা হয়েছে।

তুলা অঞ্চলের গভর্নর আলেক্সেই দিউমিন বলেছেন, একটি ড্রোনের ধ্বংসাবশেষ একটি আবাসিক ভবনে পড়লে এক ব্যক্তি আহত হয়েছেন।

মস্কোর গভর্নর সের্গেই সোবিয়ানিন বলেছেন, শনিবার দিবাগত রাতে বড় ধরনের ড্রোন হামলা চালানো হয়েছে। মস্কো অঞ্চলের একাধিক স্থানে ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

একটি রুশ দৈনিক পত্রিকা বলেছে, ড্রোন হামলার কারণে মস্কোর প্রধান বিমানবন্দরে ফ্লাইট বিলম্বিত বা বাতিল করা হয়েছে।

ডোনেস্ক অঞ্চলের রুশপন্থি এক কর্মকর্তা বলেছেন, ইউক্রেনীয় সেনারা স্থানীয় জ্বালানি ব্যবস্থায় আঘাত করেছে। এতে কিছু মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

এর আগে শনিবার ইউক্রেন দাবি করেছিল, যুদ্ধ শুরুর পর কিয়েভে বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।