ইউক্রেনের দানুবে বন্দরে রাশিয়ার ড্রোন হামলা


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৩, ১:৫৩ অপরাহ্ন /
ইউক্রেনের দানুবে বন্দরে রাশিয়ার ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের দানুবে নদীর বন্দরের কাছে শস্য অবকাঠামোতে রাশিয়ার ড্রোন হামলায় এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ওডেসা অঞ্চলের গভর্নর এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গভর্নর বলেছেন, বুধবার দিবাগত রাতে টানা দুই ঘণ্টা ড্রোন হামলা হয়েছে। বেশিরভাগ ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। কয়েকটি ড্রোন ফাঁকি দিয়ে একটি গুদাম ও ট্রাকে আঘাত করেছে।

২০২২ সালে সর্বাত্মক আক্রমণের পর কৃষ্ণ সাগরে অবরোধ জারি করে রাশিয়া। এর পর ইউক্রেন শস্য রফতানির জন্য এই দানুবে বন্দরের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।

আগস্ট ও সেপ্টেম্বরে একাধিকবার দানুবে বন্দরের অবকাঠামোতে হামলা চালিয়েছিল। সর্বশেষ এই অঞ্চলে ২১ নভেম্বর হামলা চালিয়েছিল রাশিয়া।

ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, ওডেসার দক্ষিণাঞ্চল ও খেমেলনিতস্কি অঞ্চলে ১৮টি শাহেদ ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল। এর মধ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৫টি ড্রোন ভূপাতিত করেছে।