আন্তর্জাতিক ডেস্ক
অবরুদ্ধ গাজায় তিন জিম্মিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (১৫ ডিসেম্বর) জিম্মিদেরকে হত্যা করার সময় তাদের হাতে সাদা পতাকা ছিল। প্রাথমিক তদন্তে এ তথ্য জানিয়েছে দেশটির এক সামরিক কর্মকর্তা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা শহরের পূর্বে শেজাইয়াতে নিহত তিন জিম্মিকে শনাক্ত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। নিহতদের মধ্যে ইয়োতাম হাইম ও অ্যালন শামরিজকে কিবুতজ কাফার আজা থেকে ধরে নেওয়া হয়েছিল। আর সমের আল-তালালকাকে কিবুতজ নির আম থেকে অপহরণ করেছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা।
ইসরায়েলের সামরিক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, খালি গায়ের কয়েকজন মানুষ দেখে ইসরায়েলি বাহিনী। সেসময় নিজেদেরকে অনিরাপদ মনে করায় তাদের উপর গুলি চালায় তারা। তখন গুলিবিদ্ধ হয়ে দুইজন ইসরায়েলি জিম্মি নিহত হন। তারপর আবার গুলি চালালে আরেক জিম্মি নিহত হন। পরে দেখা গেছে, নিহতদের গায়ে সাদা কাপড়ের টুকরো ছিল।
প্রতিবেদনে দেখা গেছে, শনিবার দক্ষিণ ইসরায়েলের হুরা শহরে ২৫ বছর বয়সী আল-তালালকার অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রায় ৩০০ জন মানুষ শোক প্রকাশ করেছে।
আল-তালালকার চাচাতো ভাই আলা আল-তালকা ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কানকে বলেন, আমাদের অনেক আশা ছিল, আল-তালালকা ফিরে আসবে।
নভেম্বরের শেষের দিকে সাতদিনের যুদ্ধবিরতির সময় বন্দি বিনিময় হয়েছে। তারপরও ১০০ জনেরও বেশি জিম্মি এখনও গাজায় রয়েছে। সেসময় প্রায় ১০০ জনের বেশি, মহিলা, শিশু, কিশোর ও বিদেশিকে মুক্তি দেওয়া হয়েছিল। বাকিদেরকে মৃত ঘোষণা করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
শুক্রবার ইসরায়েলি বাহিনীর হাতে তিনজন জিম্মি নিহত হওয়ার ঘটনায় তেল আবিবে ইসরায়েলের প্রতিরক্ষা সদর দফতরের বাইরে বিক্ষোভ করেছে জিম্মিদের পরিবার। শনিবারের পরে একটি বিবৃতি দিবে বলে জানিয়েছে তারা।
জিম্মিদের একজনের বাবা বলেন, ভালো খবর পাবে নাকি খারাপ খবর পাবে প্রতিদিন সেই অপেক্ষা করেছে। গাজায় বন্দি ইতাইয়ের বারা রুবি চেন বলেন, ইসরায়েলের সরকারকে ধরতে হবে এবং জিম্মিদের ফিরিয়ে আনতে হবে।
আপনার মতামত লিখুন :