ইসরায়েল-হামাস সংঘাতে এ পর্যন্ত ৬৩ সাংবাদিক নিহত


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৩, ১২:৫০ অপরাহ্ন /
ইসরায়েল-হামাস সংঘাতে এ পর্যন্ত ৬৩ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েল-হামাস সংঘাতে এ পর্যন্ত ৬৩ জন সাংবাদিক নিহত হয়েছেন, যাদের মধ্যে দায়িত্বপালনকালে নিহত হয়েছেন ১৭ সাংবাদিক।ফ্রান্সভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠান রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) জানিয়েছে, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ সংঘাতের খবর সংগ্রহ করতে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আরএসএফ বলছে, দায়িত্বপালনকালে নিহত হওয়া ১৭ সাংবাদিকের মধ্যে ১৩ জন সাংবাদিক গাজায় ইসরায়েলের সরাসরি আক্রমণে নিহত হয়েছেন। লেবাননে নিহত হয়েছেন তিন জন এবং ইসরায়েলে হামাসের হাতে নিহত হয়েছেন আরেক সাংবাদিক।

নভেম্বরে আরএসএফ বলেছিল, এইসব মৃত্যুকে ‘যুদ্ধাপরাধ’ অভিহিত করে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের করেছে তারা।

৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলি আগ্রাসনের ৬৯তম দিন আজ। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ১৮ হাজার ৬০৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে, হামাসের হামলায় এক হাজার ১৪৭ ইসরায়েলি নিহত হওয়ার দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এর আগে, নিহতের সংখ্যা এক হাজার ২০০ দাবি করে আসছিল দেশটি।