ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৩, ১২:৩৪ অপরাহ্ন /
ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার (১৭ ডিসেম্বর) ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, শনিবার দিবাগত রাতে এসব হামলা চালায় রুশ সেনারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনীয় বিমানবাহিনী দাবি করেছে, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্রুজ ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করেছে। একই সঙ্গে ২০টি হামলাকারী ড্রোন ভূপাতিত করা হয়েছে।

বিস্তারিত না জানিয়ে বিমানবাহিনী বলেছে, ইস্কান্দার ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।

রয়টার্সের পক্ষ থেকে ইউক্রেনের দাবি স্বতন্ত্রভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। রাশিয়া কতটি ড্রোন উড্ডয়ন করেছিল বা হামলা কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি-না তা স্পষ্ট নয়।

রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটির আকাশ প্রতিরক্ষঅব্যবস্থা ইউক্রেনের উড্ডয়ন করা ৩৩টি ড্রোন বিভিন্ন অঞ্চলে ভূপাতিত করা হয়েছে।

টেলিগ্রামে বিস্তারিত না জানিয়ে মন্ত্রণালয় বলেছে, লিপেতস্ক, রস্তোভ ও ভলগরোদ অঞ্চলে লক্ষ্যবস্তুতে পৌঁছার আগে ড্রোনগুলোকে বাধা দেওয়া বা ধ্বংস করা হয়েছে।