আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলি সেনাবাহিনীর আর্মর্ড কর্পস-এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম বলেছেন, উত্তর গাজায় যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে সেনারা। সোমবার ইসরায়েলি সেনাবাহিনীকে এ কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
হিশাম ইব্রাহিম বলেন, উত্তর অংশে লক্ষ্য প্রায় অর্জিত হয়ে গেছে। আমরা উপত্যকার অন্য অংশে স্থল অভিযান বিস্তৃত করা শুরু করেছি। আমাদের লক্ষ্য একটি: হামাস সন্ত্রাসী গোষ্ঠীকে উৎখাত করা।
৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১৫ হাজার ৫০০ জনের বেশি।
ইসরায়েলি সেনাবাহিনী আগেই ঘোষণা দিয়েছিল যে, তারা গাজার দক্ষিণে স্থল অভিযান শুরু করছে। আকাশপথে হামলার পাশাপাশি তারা ট্যাংক নিয়েও অভিযান চালাচ্ছে।
টানা ৪৭ দিনের সংঘাতের পর গাজায় গত ২৪ নভেম্বর কাতারের মধ্যস্থতায় চারদিনের যুদ্ধবিরতি দেওয়া হয়। এরপর যুদ্ধবিরতির মেয়াদ দুই দফা বাড়িয়ে সাতদিন করা হয়। যুদ্ধবিরতি শেষ হওয়া মাত্র শুক্রবার সকাল গাজায় থেকে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল।
আপনার মতামত লিখুন :