এক নৃশংসতা আরেকটির ন্যায্যতা দেয় না: ইসরায়েলকে ইইউ’র বোরেল


Assroy প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৩, ৮:২০ পূর্বাহ্ন /
এক নৃশংসতা আরেকটির ন্যায্যতা দেয় না: ইসরায়েলকে ইইউ’র বোরেল

আন্তর্জাতিক ডেস্ক

হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলকে ‘ক্রোধে অন্ধ  না হওয়ার’ আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নে (ইইউ)-এর পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল। বৃহস্পতিবার  তিনি এই আহ্বান জানিয়ে বলেছেন, একটি নৃশংসতা আরেকটিকে ন্যায্যতা দেয় না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েল সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে সংবাদ সম্মেলনে বোরেল বলেন, আপনাদের ক্রোধের বিষয়টি আমি বুঝতে পারছি। কিন্তু আমি বলব ক্রোধে অন্ধ হবে না। আমি মনে করি ইসরায়েলের বন্ধু হিসেবে এটিই সবচেয়ে ভালো পরামর্শ।

৭ অক্টোবর হামাসের হামলার অন্যতম স্থান কিব্বুৎজ  থেকে অল্প কিছু দূরে একটি প্রশাসনিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের কথা তুলে ধরেন বোরেল। আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশটির নিজেকে রক্ষার অধিকারের প্রতিও সমর্থন জানান তিনি।

বোরেল আরও বলেন, কিন্তু ইসরায়েলকে রক্ষা করা এক বিষয়, আর দুর্ভোগে থাকা মানুষদের রক্ষা আরেকটি বিষয়।

তিনি বলেন, এ  কারণেই ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের প্রতিরক্ষার অধিকারকে সমর্থন করার সঙ্গে গাজার মানুষের জন্য খাদ্য, পানি, জ্বালানি ও সুরক্ষাসহ মানবিক সহায়তার জন্যও অনুরোধ করছে।