আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের রাজধানী কিয়েভে ডিসেম্বর মাসে পঞ্চম বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন দাবি করেছে, রাজধানী অভিমুখী সব ড্রোন ভূপাতিত করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সকালে ইউক্রেনীয় সামরিক কর্মকর্তারা এই দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কিয়েভ, ওডেসা, খেরসনসহ কয়েকটি অঞ্চলে রাশিয়ার ১৯টির মধ্যে ১৮টি হামলাকারী ড্রোন ধ্বংস করেছে। কিয়েভের আকাশে কতটি ড্রোন ধ্বংস করা হয়েছে তা স্পষ্ট নয়।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেছেন, প্রাথমিক অবস্থায় পাওয়া তথ্য অনুসারে রাজধানীতে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
ইউক্রেনের বিমানবাহিনী আরও বলেছে, পূর্বাঞ্চলীয় খারকিভে রাশিয়া দুটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। তবে এই হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
ইউক্রেনীয় প্রসিকিউটরের কার্যালয় বুধবার সকালে বলেছে, দক্ষিণাঞ্চলীয় খেরসনে রাশিয়ার ড্রোন হামলায় চার শিশুসহ অন্তত নয়জন আহত হয়েছেন।
কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এখন পর্যন্ত নয় বাসিন্দা আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে চার শিশু রয়েছে। বেসামরিক বস্তু ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাৎক্ষণিকভাবে রাশিয়ার পক্ষ থেকে এসব হামলার বিষয়ে মন্তব্য পাওয়া যায়নি। ২০২২ সালের অক্টোবরে রণক্ষেত্র থেকে দূরবর্তী ইউক্রেনের জ্বালানি, সামরিক ও পরিবহন অবকাঠামো লক্ষ্য হামলা শুরু করেছিল।
আপনার মতামত লিখুন :