কিয়েভে বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, দাবি ইউক্রেনের


Assroy প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৩, ১২:৪৫ অপরাহ্ন /
কিয়েভে বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক

ছয়দিনের বিরতির পর শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরণের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার ভোরে এ হামলার ঘটনায় ৫ জন আহত হয়েছেন বলে  দাবি করছে ইউক্রেনীয় রাজধানীর সামরিক প্রশাসন। সেই সঙ্গে এ হামলাকে এযাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা বলে মন্তব্য করেছে দেশটির বিমান বাহিনী। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে,   বিস্ফোরণের বিকট শব্দে  পাঁচজন আহত হয়েছেন।  স্থানীয় সময় শনিবার ভোরে কিয়েভের বিভিন্ন অংশে ড্রোন হামলা চালায় রাশিয়া। সূর্য ওঠার সাথে সাথে হামলার তীব্রতা আরও বাড়তে থাকে। সব ড্রোনগুলোই ইরানের শাহিদ কামিকাজের।

ইউক্রেনের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সাসপিলনে জানিয়েছে, অন্তত ৪০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এদিকে স্থানীয় মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে দেওয়া বার্তায়  লিখেছেন, হামলায় ১১ বছর বয়সী এক শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। শুধু তাই না, শহরের বিভিন্ন ভবনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার জানিয়েছেন যে, বেশিরভাগ ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।

৫২ দিন বিরতির পর রবিবার (১৯ নভেম্বর)  কিয়েভে বিমান হামলা পুনরায় শুরু  করে রাশিয়া। ওই হামলায় কিয়েভসহ বিভিন্ন স্থানে ইউক্রেনীয় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ক্ষয়ক্ষতির  এক সপ্তাহ না পেরোতেই আবারও ড্রোন হামলা চালালো রাশিয়া।