আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার ভোরে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়। ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুস্থান টাইমস খবরটি নিশ্চিত করেছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) দেয়া তথ্য অনুসারে, বৃহস্পতিবার পাকিস্তানে ৫.২ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৩৫.৯৬ ডিগ্রি অক্ষাংশ এবং ৭১.৫৮ ডিগ্রি দ্রাঘিমাংশে, যা আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছাকাছি একটি অঞ্চলকে নির্দেশ করে। ভূমিকম্পের গভীরতা রেকর্ড করা হয়েছে ১৮ কিলোমিটার।
তবে এই ভূমিকম্প থেকে এখন পর্যন্ত কোন হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পওয়া যায়নি। এছাড়া কোনও সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
গত মে মাসে ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তান। এর আগে ২০২১ সালের ভূমিকম্পে পাকিস্তানে ২১ জনের প্রাণহানি ঘটে।
আপনার মতামত লিখুন :