আন্তর্জাতিক ডেস্ক
অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রয়োজনের তুলনায় কম ত্রাণ সহায়তা পাঠানো মৃত্যুদণ্ডের শামিল বলে উল্লেখ করেছে গাজার সরকারি সংবাদমাধ্যম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় খাদ্য, পানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। যার ফলে প্রয়োজনের তুলনায় কম ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে। যা এই পরিস্থিতি গাজার ২৩ লাখ মানুষের জন্য মৃত্যুদণ্ডের শামিল।
প্রতিবেদন থেকে জানা গেছে, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-হামাস সংঘাতে এখন পর্যন্ত ১৬ হাজার ২৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাত হাজার ১১২ জন শিশু ও চার হাজার ৮৮৫ জন নারী রয়েছেন। এ হিসাবের বাইরেও সাত হাজার ৬০০ জন ভবনের নিচে পড়ে নিহত হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৪৩ হাজার ৬১৬ ফিলিস্তিনি আহত হয়েছেন। এদিকে আহতদের চিকিৎসা করতে গিয়ে ২৮৬ জন চিকিৎসা কর্মী মৃত্যুবরণ করেন। শুধু তাই না ইসরায়েলি বোমা হামলায় প্রায় ১৫ লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৮২ জন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। এখানে ৩২ জন সিভিল ডিফেন্সের সদস্যও নিহত হয়েছেন।
আপনার মতামত লিখুন :