গাজায় ইসরায়েলি হামলায় ২৫ ফিলিস্তিনি যোদ্ধা নিহত


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৩, ২:১১ অপরাহ্ন /
গাজায় ইসরায়েলি হামলায় ২৫ ফিলিস্তিনি যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ গাজায় অভিযান চালিয়ে ২৫ জন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার (১৬ ডিসেম্বর) অভিযান চালানোর সময় ৫০ জন যোদ্ধা আত্মসমর্পণ করেছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির আর্মি রেডিও। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম আর্মি রেডিও বা গ্যালেই জাহাল (জিএলজেড) জানিয়েছে, গাজায় অভিযান চালিয়ে ২৫ জন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। অভিযান চলাকালে ৫০ জন যোদ্ধা আত্মসমর্পণ করেছেন। আর তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। তাছাড়া গাজার দুইটি বিদ্যালয়ে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহে শত শত ফিলিস্তিনিকে অন্তর্বাস খুলে চোখ বেধে রেখেছিল ইসরায়েলি বাহিনী। এই ঘটনার ছবি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বহির্বিশ্বে ব্যাপক নিন্দার জন্ম দেয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইসরায়েল বলেছে, তারা সন্দেহভাজন যোদ্ধা ছিল। কিন্তু তদন্ত করে দেখা গেছে, সেখানে বিখ্যাত সাংবাদিক ও চিকিৎসাকর্মীসহ অনেক সাধারণ মানুষ ছিল।