আন্তর্জাতিক ডেস্ক
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ৪৯তম দিনে এসে চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। আজ শুক্রবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। চুক্তি অনুযায়ী বিকাল ৪টায় ১৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিবে হামাস। কাতারের সমঝোতায় চারদিনের এ যুদ্ধবিরতির প্রথম দিনে যা যা ঘটতে পারে তার সম্ভাব্য একটি তালিকা প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। আল-জাজিরার দেওয়া তথ্য অনুযায়ী তুলে ধরা হলো।
কাতারের মধ্যস্থতায় ইসরায়েল-হামাসের যুদ্ধবিরতির সমঝোতা স্মারক অনুযায়ী, স্থানীয় সময় আজ বিকাল ৪টায় ১৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিবে হামাস। তাদের সবাইকে মিসর-গাজা সীমান্ত ক্রসিং রাফায় ইসরায়েলি বাহিনীর হাতে হস্তান্তর করবে রেডক্রস সোসাইটি। জিম্মিদের পরিচয় শনাক্ত করবে এই সংস্থাটি।
মুক্তিপ্রাপ্ত জিম্মিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রথমেই তাদের তেল আবিবের একটি হাসপাতালে নেওয়া হবে।
এদিকে, চুক্তি অনুযায়ী আজই ইসরায়েলের কারাগার থেকে ৩৯ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। হাইফার দক্ষিণ-পূর্বে ড্যামন এবং মেগিদ্দো, এই দুই ইসরায়েলি কারাগার থেকে কারাবন্দিদের মুক্তি দেওয়া হবে। তারপর তাদের পশ্চিম তীরের দক্ষিণ রামাল্লার ওফার কারাগারে পাঠানো হবে। এরপর হস্তান্তর করা হবে পরিবারের কাছে।
এছাড়া, মিসর থেকে গাজায় অতিপ্রয়োজনীয় মানবিক সাহায্য পাঠানো হবে বলেও আশা করা হচ্ছে। হামাস বলেছে, প্রতিদিন ২০০টি ত্রাণ সহায়তাবাহী এবং জ্বালানি বহনকারী ট্রাক গাজায় প্রবেশ করবে।
আপনার মতামত লিখুন :