গাজায় জাতিসংঘের বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত ২৭


Assroy প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৩, ১২:৩২ অপরাহ্ন /
গাজায় জাতিসংঘের বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থীশিবিরে জাতিসংঘ পরিচালিত একটি বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৯৩ জন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এক ফিলিস্তিনি চিকিৎসক হতাহতের এ সংখ্যা জানিয়েছেন। এ খবর প্রকাশ করেছে ইসরায়েলের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল।

গাজা উপত্যকার সবচেয়ে বড় শরণার্থীশিবির জাবালিয়া। ওই শিবিরের একটি হাসপাতালে কর্মরত এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, হামলার শিকার হওয়া বিদ্যালয়টিতে কয়েক হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল।

তবে এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী।

এ হামলার ঘটনার আগে গাজা উপত্যকায় বেসামরিক হতাহতের পূর্ববর্তী প্রতিবেদনের প্রতিক্রিয়ায়, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর মুখপাত্র এক বিবৃতিতে টাইমস অব ইসরায়েলকে জানায়, ক্ষয়ক্ষতি এড়াতে হামলার আগে বেসমারিকদের নিরাপদে সরে যাওয়া নির্দেশ দিয়েছিলো ইসরায়েলি সামরিক বাহিনী।

আইডিএফ তখন আরও জানায়, ‘যেসব এলাকায় আইডিএফ হামলা করেছে সেগুলোর প্রতিটি স্থানে সন্ত্রাসের পরিকাঠামো বা সন্ত্রাসীদের উপস্থিতির খবর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়েই করা হয়েছে।’

আইডিএফ আরও বলে, ‘সন্ত্রাসী সংগঠন হামাস নিজেদের সুবিধার জন্য গাজার বেসামরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে, যা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন।’

আইডিএফ এর দাবি, হামাস সন্ত্রাসের উদ্দেশ্যে হাসপাতাল, স্কুল, কিন্ডারগার্টেন এবং অন্যান্য বেসামরিক স্থানগুলো ব্যবহার করছে।