আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলকে গাজার হাসপাতালে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। রবিবার (১২ নভেম্বর) গাজায় ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি বেসামরিক মানুষ হত্যার উদ্বেগ প্রকাশ করে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
এবিসির ইনসাইডারস প্রোগ্রামে রবিবার ওং বলেন, হাসপাতাল ও চিকিৎসা সুবিধার আলোকে আমি বলতে চাই, গাজার হাসপাতাল ও তার রোগীদেরকে রক্ষার জন্য আন্তর্জাতিক মানবিক আইন বাস্তবায়ন করা প্রয়োজন।
ওং আরও বলেন, ইসরায়েলকে হাসপাতালে হামলা বন্ধ করতে বলেছেন ওং। বিশ্ববাসী দেখছে, গাজার হাসপাতালগুলোতে কী করা হচ্ছে। তাই আমরা ইসরায়েলকে বলতে চাই, আন্তর্জাতিক আইন মেনেই গাজার হাসপাতাল ও তার চিকিৎসা সুবিধাগুলোকে রক্ষা করতে হবে। ইসরায়েলের প্রতি বিশ্বাস রেখে ওং বলেন, ইসরায়েল গাজার হাসপাতালে হামলা বন্ধ করবে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির কথা বলেই থেমে যাননি ওং। সেই সঙ্গে তিনি যুদ্ধবিরতির পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। যাতে ইসরায়েল-হামাস সংঘাত একপাক্ষিক না হয়ে যায়।
ওং এও বলেন, হামাস এখনও কিছু ইসরায়েলিকে জিম্মি করে রেখেছে। যুদ্ধবিরতির সময় এই বিষয়গুলো নিয়ে দুই পক্ষকেই একমত হতে হবে।
আপনার মতামত লিখুন :