চার সামরিক কমান্ডার নিহতের কথা স্বীকার করলো হামাস


Assroy প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৩, ১২:৪৫ অপরাহ্ন /
চার সামরিক কমান্ডার নিহতের কথা স্বীকার করলো হামাস

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি হামলায় শীর্ষস্থানীয় এক সামরিক কমান্ডারসহ চার নেতা নিহতের কথা স্বীকার করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। রবিবার হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড টেলিগ্রামে এক বিবৃতিতে এই স্বীকারোক্তি দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আল কাসেম ব্রিগেডের বিবৃতিতে বলা হয়েছে, সামরিক কাউন্সিলের সদস্য ও নর্থ ব্রিগেডের কমান্ডার আহমেদ আল গান্দৌর ওরফে আবু আনাস নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াইয়ে আরও তিন সামরিক নেতা নিহত হয়েছেন বলে নিজেদের টেলিগ্রাম চ্যানেলে দাবি করেছে বাহিনীটি।

তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি তারা কবে ও কীভাবে নিহত হয়েছেন।

২০১৭ সালে আল-গান্দৌরকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করে তার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

হামাসকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ পশ্চিমা দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।