আন্তর্জাতিক ডেস্ক
অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির আলোচনা ‘গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
কাতার বলেছে, গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার সময় যেসব ইসরায়েলি নাগরিকদের হামাস জিম্মি করে নিয়ে যায় তাদের মুক্তির বিষয়ে এখনও আলোচনা চলছে। এটি এই মুহূর্তে একটি ‘গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী এ দেশটি।
ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, ‘আমরা একটি চুক্তিতে পৌঁছানোর এমন একটি পর্যায়ে রয়েছি, যা বেশ গুরুত্বপূর্ণ এবং অনেকটাই চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি।’
রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, বেশ কিছু দিনের যুদ্ধবিরতির প্রস্তাবটি এই চুক্তির মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এ আলোচনায় হামাসের হাতে বন্দি প্রায় ৫০ ইসরায়েলি বেসামরিকের মুক্তির বিনিময়ে ইসরায়েলের হেফাজতে থাকা ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।
এর আগে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া বলেছিলেন, কাতারের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে একটি সমঝোতার কাছাকাছি পৌঁছে গেছেন তারা। তবে এই বিষয়ে ইসরায়েলের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :