আন্তর্জাতিক ডেস্ক
জেরুজালেমে ফিলিস্তিনি বন্দুকধারীদের হামলায় দুইজন নিহত ও আটজন আহত হয়েছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে জেরুজালেমের প্রবেশপথে জনসমাগমের সময় একটি বাস স্টপে এই ঘটনা ঘটেছে। এসময় দুই ফিলিস্তিনি হামলাকারী জনসাধারণকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
ইসরায়েলি পুলিশ বলেছে, ‘বন্দুক হাতে দুই সন্ত্রাসী একটি গাড়িতে করে ঘটনাস্থলে পৌঁছেছিল। এরা বাস স্টেশনে বেসামরিক লোকদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় নিরাপত্তা বাহিনী এবং কাছাকাছি থাকা এক বেসামরিক নাগরিক তাদের আটক করে।’
এই ঘটনার পরপরই ঘটনাস্থলে অসংখ্যক অ্যাম্বুলেন্স এবং পুলিশ জড়ো হয়েছিল। পুলিশ জানিয়েছে, এলাকাতে অন্য কোনও আক্রমণকারী নেই তা নিশ্চিত করতে অনুসন্ধান করছেন তারা।
জেরুজালেম পুলিশের জেলা কমান্ডার ডোরন টারগেম্যান ঘটনাস্থলে সাংবাদিকদের জানিয়েছেন, হামলাকারীরা পূর্ব জেরুজালেম থেকে এসেছিল।
এ ঘটনার নিন্দা জানিয়েছেন ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত জ্যাক লিউ। তিনি বলেন, ‘আজ সকালে জেরুজালেমের মতো স্থানে ঘৃণ্য সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা এই ধরনের নৃশংস সহিংসতার নিন্দা জানাচ্ছি।’
বৃহস্পতিবার ইসরায়েল এবং হামাস গাজায় ছয় দিনের যুদ্ধবিরতির সময় আরও এক দিন বাড়ানোর ঘোষণা দেয়ার পরপরই এই সহিংসতার ঘটনা ঘটলো।
আপনার মতামত লিখুন :