টেক্সাসের ইতিহাসে ভয়াবহ দাবানল


Assroy প্রকাশের সময় : মার্চ ১, ২০২৪, ১২:৫০ অপরাহ্ন /
টেক্সাসের ইতিহাসে ভয়াবহ দাবানল

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ দাবানল সংগঠিত হয়েছে। এই দাবানলে চার হাজার ৪০০ বর্গ কিলোমিটার এলাকা পুড়ে গেছে। টেক্সাসের ইতিহাসে এটিই সবচেয়ে বড় দাবানল। জার্মান সংবাদমাধ্যম ডিডব্লিউ এ খবর জানিয়েছে।

বনবিভাগ জানিয়েছে, টেক্সাসের দাবানল পাশের রাজ্য ওকলাহোমাতেও ছড়িয়ে পড়েছে। দাবানলের ছোবল থেকে মাত্র তিন শতাংশ এলাকা রক্ষা পেয়েছে। বাকী সব পুড়ে গেছে। বৃহস্পতিবার বরফ পড়ায় আগুনের তীব্রতা কিছুটা কমে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পরিদর্শন করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ফেডারেল কর্মকর্তাদের দাবানল নিয়ন্ত্রণ করার জন্য সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাতে বলা হয়েছে।

জাতীয় ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ ইতোমধ্যেই জানিয়ে, টেক্সাস ও ওকলাহোমাকে ক্ষতিপূরণ দেওয়া হবে।