আন্তর্জাতিক ডেস্ক
কাতারের মধ্যস্থতায় হামাসের সঙ্গে চার দিনের যুদ্ধবিরতির মধ্যেই পশ্চিম তীরে ২৪ ঘণ্টার মধ্যে সাত ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলের সেনারা। রবিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।
ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির তৃতীয় দিনে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, গত ২৪ ঘণ্টায় পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হাতে অন্তত সাত জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, রবিবার সকালে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান অব্যাহত ছিল। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, জেনিনে ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরেক ফিলিস্তিনি নিহত হয়েছেন নাবলুসের দক্ষিণে ইয়াতমা গ্রামে।
৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত ২২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধে ৫২ শিশু রয়েছে। গ্রেফতার করা হয়েছে তিন হাজারের বেশি মানুষকে।
এদিকে, মিডল ইস্ট আই জানিয়েছে, রবিবার গাজার মধ্যাঞ্চলে মাঘাজি শরণার্থী শিবিরে এক কৃষককে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।
আপনার মতামত লিখুন :