প্যারিসের আইফেল টাওয়ারে পর্যটকদের ওপর হামলা, নিহত এক


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৩, ১১:০৫ পূর্বাহ্ন /
প্যারিসের আইফেল টাওয়ারে পর্যটকদের ওপর হামলা, নিহত এক

আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের কাছে শনিবার (২ ‍ডিসেম্বর) রাতে পর্যটকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও আরও দুইজন আহত হয়েছে। হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। হামলাকারী ওই ব্যক্তি এর আগেও হামলার চেষ্টা করার অভিযোগে ৪ বছর জেল কেটেছেন। তিনি মানসিক সমস্যায় ভুগছেন বলে পুলিশের কাছে রেকর্ডও রয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে।  

স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এ হামলার ঘটনাটি ঘটেছে। হামলাকারী ওই ব্যক্তি তখন আইফেল টাওয়ার থেকে কয়েক ফুট দূরে কোয়াই ডি গ্রেনেলে এক পর্যটক দম্পতিকে একটি ছুরি দিয়ে আঘাত করে। এতে এক জার্মান নাগরিক গুরুতর আহত হন। এসময় পুলিশ তাকে ধাওয়া করলে পথিমধ্যেই আরও দুইজনকে হাতুড়ি দিয়ে আঘাত করেন তিনি। পরে একটি টেজার স্টানগান ব্যবহার করে তাকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, আইফেল টাওয়ারের কাছে সেন্ট্রাল প্যারিসে এক ব্যক্তি পর্যটকদের আক্রমণ করে। এতে একজন মারা গেছেন এবং অপর দুইজন আহত হয়েছে।

হামলাকারীর ব্যাপারে সাংবাদিকদের দারমানিন বলেছেন, হামলাকারী ওই ব্যক্তি ২৬ বছর বয়সী এক ফরাসি নাগরিক।

তিনি আরও বলেন, সন্দেহভাজন ওই ব্যক্তিকে এর আগে, ২০১৬ সালে আরেকটি হামলার পরিকল্পনা করার অভিযোগে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি ফরাসি নিরাপত্তা পরিষেবার ওয়াচ লিস্টে ছিলেন এবং তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সন্দেহভাজন ব্যক্তিটি ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করেছিল। পুলিশকে সে জানিয়েছে, ‘আফগানিস্তান এবং ফিলিস্তিনে অনেক মুসলমান মারা যাচ্ছে’, তাই সে বিরক্ত। এসময় সে গাজার পরিস্থিতি নিয়েও বিরক্ত হওয়ার কথা জানায়।

ফ্রান্সের সন্ত্রাসবিরোধী প্রসিকিউটর অফিস জানিয়েছে এ ঘটনার তদন্ত করা হচ্ছে।

মধ্য প্যারিসে শনিবার রাতের ঘটনাটি এমন সময় ঘটলো যখন ফ্রান্সের রাজধানী অলিম্পিক গেমসের আয়োজক হওয়ার আর মাত্র আট মাসেরও কম সময় বাকি। এ ঘটনা বিশ্বব্যাপী ক্রীড়া ইভেন্টে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে পারে।

প্যারিস সেইন নদীর উপর একটি অভূতপূর্ব উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। আশা করা হচ্ছে, সেখানে ৬ লাখ দর্শকদের আনাগোনা হবে।