আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনকে সহায়তা করা নিয়ে মার্কিন সিনেটের সঙ্গে বাইডেনের সংঘাত চলছে। হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে ইউক্রেন ও ইসরায়েলকে দেওয়ার জন্য ১০ হাজার ৬০০ কোটি ডলারের প্যাকেজের এখনো অনুমোদন দেয়নি মার্কিন সিনেট। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বাইডেনের সঙ্গে সামরিক ও আর্থিক সাহায্যের বিষয়টি নিয়ে আলোচনা করবেন তিনি। ফ্রান্সের সংবাদমাধ্যম ফ্রান্স টুয়েন্টি ফোর এ খবর জানিয়েছে।
হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। সেখানে তারা ইউক্রেন ও ইসরায়েলকে দেওয়ার জন্য বাইডেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের প্যাকেজ এখনো অনুমোদন করেনি। হোয়াইট হাউস জানিয়েছে, কংগ্রেসে এই প্যাকেজ অনুমোদিত না হলে, যুক্তরাষ্ট্র আর ইউক্রেনকে কোনো সাহায্য করতে পারবে না। এর ফলে সুবিধা পাবে রাশিয়া।
এদিকে প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আর্জেন্টিনা গেছেন জেলেনস্কি। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। মঙ্গলবার সিনেটে ভাষণ দেবেন জেলেনস্কি।
সিনেটের একজন কর্মকর্তা জানিয়েছেন, ডেমোক্র্যাটিক সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার এবং রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল একইভাবে মঙ্গলবার সকালে জেলেনস্কিকে সিনেটার সভায় আমন্ত্রণ জানিয়েছেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি রোববার বিবৃতি দিয়ে জানিয়েছেন, জেলেনস্কি ও বাইডেনের মধ্যে বৈঠক হবে। ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সাহায্য করা নিয়ে আলোচনা করবেন। সেই সঙ্গে আগামীতে দুদেশের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হবে।
ইউক্রেনের প্রেসিডেন্টের অফিস সূত্র জানা যায়, এই সফরে জেলেনস্কি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে। বিশেষ করে অস্ত্র তৈরির যৌথ প্রকল্প ও এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আলোচনা হবে।
আপনার মতামত লিখুন :