বিয়ের অনুষ্ঠানে কনে, মা ও বোনকে হত্যার পর বরের আত্মহত্যা


Assroy প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৩, ১২:২৬ অপরাহ্ন /
বিয়ের অনুষ্ঠানে কনে, মা ও বোনকে হত্যার পর বরের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

থাইল্যান্ডে এক প্যারা-অ্যাথলেট ও সাবেক সেনা তার বিয়ের অনুষ্ঠানে কনেসহ চারজনকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, শনিবার থাইল্যান্ডের উত্তর-পূর্ব অঞ্চলে এই ঘটনা ঘটেছে। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ঘটনার দিন শনিবার চাতুরং সুকসুক (২৯) ও কাঞ্চনা পাচুনথুক (৪৪) বিয়ে করেছিলেন। 

প্রাপ্ত খবর অনুসারে, বিয়ের অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে বর চাতুরং সুকসুক চলে যান। পরে তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে ফিরে আসেন। এসে স্ত্রী, ৬২ বছর বয়সী মা ও ৩৮ বছর বয়সী বোনকে গুলি করেন। তার ছোড়া এলোপাতাড়ি গুলিতে দুই অতিথি আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়েছে।

বিবিসিকে পুলিশ বলেছে, ওই সময় চাতুরং নেশাগ্রস্ত ছিলেন। তার মোটিভ এখনও অস্পষ্ট। গত বছর বৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গুলি কিনেছিলেন।

অতিথিদের উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম বলেছে, অনুষ্ঠান চলাকালে নব দম্পত্তির মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল। কাঞ্চনার সঙ্গে বয়সের ব্যবধান নিয়ে অনিরাপদবোধ করছিলেন চাতুরং।

পুলিশ বলছে, এগুলো এখনও অনুমান। তারা প্রমাণ সংগ্রহের চেষ্টা করছেন।

থাই সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, বিয়ের আগে তিন বছর চাতুরং ও কাঞ্চনা একসঙ্গে বসবাস করেছিলেন। থাইল্যান্ডের সীমান্তে টহলরত আধাসামরিক লাইট ইনফ্যান্ট্রি বাহিনীতে দায়িত্ব পালনের সময় তিনি ডান পা হারিয়েছিলেন।

থাইল্যান্ডে বন্দুক হামলার ঘটনা বিরল। তবে বন্দুকের মালিকানা সহজেই পাওয়া যায়। অক্টোবরে ব্যাংককের একটি বিলাসবহুল শপিং মলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়। আর গত বছর অক্টোবরে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে এক নার্সারিতে সাবেক এক পুলিশ সদস্যের গুলি ও ছুরি হামলায় নিহত হয়েছিল ৩৭ শিশু।