আন্তর্জাতিক ডেস্ক
ভারতের উত্তরাখণ্ডের নির্মাণাধীন একটি সুড়ঙ্গে ১৫দিন ধরে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। চেষ্টার কোন ত্রুটি না রাখলেও বারবার তাদের উদ্ধারকাজ ব্যহত হচ্ছে। শুক্রবার উদ্ধার কাজে ব্যবহৃত হওয়া যুক্তরাষ্ট্রের অগার মেশিনের ব্লেড ভেঙ্গে যাওয়ার পর শ্রমিকদের উদ্ধারে নেমেছে ভারতীয় সেনাবাহিনী। এখন হাত দিয়ে খোঁড়া হচ্ছে সুড়ঙ্গ। এ খবর জানিয়েছে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি।
শুক্রবার উদ্ধারকাজ চলাকালে মাটির নিচের লোহার কাঠামোর সাথে লেগে ড্রিল মেশিন ভেঙ্গে যায়। পরে সেই মেশিনের ব্লেড তুলে ফেলা হয়। ৬০০ মিটারের মধ্যে ১০ মিটার বাকি থাকা অবস্থায় সুড়ঙ্গের খোড়ার কাজ ওইদিন আটকে যায়। এ নিয়ে সুড়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স বলেন, এই যন্ত্রটি পুরোপুরি ভেঙে গেছে। এ কারণে চারবার আমরা খননকাজে ব্যর্থ হয়েছি। এখন আর এই মেশিন দরকার নেই।
মেশিন ভেঙ্গে যাওয়ার পর থেকেই উদ্ধারে নেমেছে ভারতীয় সেনাবাহিনী। এরই মধ্যে ২০ জন শ্রমিককে উদ্ধারের কাজ দেওয়া হয়েছে। প্রথমে ২১ জন শ্রমিক সুড়ঙ্গের সামনে থেকে খনন শুরু করে। ধ্বংসস্তূপ খুঁড়ে তারমধ্যে পাইপ ঢোকানোর পরিকল্পনা ছিল সেসময় যার মধ্যে দিয়ে শ্রমিকদের বের করা হবে।
ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) সৈয়দ আতা হাসনাইন বলেন, এই অপারেশনে অনেক সময় লাগতে পারে। আমরা কোন টাইমলাইন দিতে পারছি না।
উত্তরাখণ্ডের স্থানীয় প্রশাসন বলছে, যন্ত্রের মাধ্যমে যাচাই করে দেখা গিয়েছে, পরবর্তী পাঁচ মিটারের মধ্যে আর কোনও ধাতব বাধা নেই। ফলে রবিবার থেকে নির্বিঘ্নেই কাজ এগোবে বলে আশা করা হচ্ছে।
আটকে পড়া শ্রমিকদের সঙ্গে প্রথম থেকেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে। খাবার, পানি, প্রয়োজনীয় ওষুধ, খাবার, পানি পাইপের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সবাই সুস্থ আছেন।
আপনার মতামত লিখুন :