আন্তর্জাতিক ডেস্ক
ভেনেজুয়েলার গ্রান মারিসকাল দে আয়াকুচো মহাসড়কে দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। বুধবারের (১৩ ডিসেম্বর) এই সড়ক দুর্ঘটনায় আরও ছয়জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন দমকলবাহিনীর প্রধান হুয়ান গঞ্জালেজ। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা জানতে চাইলে গঞ্জালেজ বলেন, এখন পর্যন্ত ১৬ জন মারা গেছেন।
মহাসড়কে পূর্বের একটি দুর্ঘটনার কারণে প্রাইভেটকার ও বাসসহ বেশ কয়েকটি গাড়ি সারিবদ্ধভাবে থেমে ছিল। একটি দ্রুতগতির ট্রাক গাড়ির সারিতে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
এর আগে ঝুঁকি ব্যবস্থাপনা ও নাগরিক সুরক্ষার উপমন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা এই ঘটনায় আটজন নিহতের কথা জানিয়ে বলেছিলেন, নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। ট্রাকের ধাক্কায় ১৭টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ট্রাকের ধাক্কায় সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার সকালে অগ্নিকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অ্যাম্পুয়েদা বলেন, একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। তাছাড়া বাকি গাড়িগুলোর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আপনার মতামত লিখুন :