আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিন-ইসরায়েল হামলার জেরে এক সপ্তাহজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর হামলা বেড়েছে। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তর পেন্টাগনের দেওয়া তথ্য মতে, হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা গত এক সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে ৩৮ যার মধ্যে ইরাকে ২০ জন এবং সিরিয়ায় ১৮ জন। পেন্টাগনের প্রেস সচিবের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্যা হিল এ খবর জানিয়েছে।
সহিংসতা শুরুর পর ইরাকে অন্তত ১২ বার আর সিরিয়ায় চারবার হামলার শিকার হয়েছে মার্কিন সেনারা। পেন্টাগনের প্রেস সচিব ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেন, সেনাদের কাজে বাধা দিতে ও হয়রানি সৃষ্টির লক্ষ্যে হামলা চালানো হচ্ছে। এ ঘটনায় ৪৫ জন আহত হয়েছেন। যাদের মধ্যে ২৪জন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। গত এক সপ্তাহের হিসেব করলে দেখা যায়, এক সপ্তাহে সেনাদের ওপর ছয় দফা হামলা চালানো হয়েছে।
গাজা-ইসরায়েল সহিংসতা চলাকালীন এরই মধ্যে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে শত শত সেনা, দুটি রণতরি এবং একটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছে।
সোমবার (৬ নভেম্বর) রাইডার বলেন, যুক্তরাষ্ট্র নিশ্চিত করার চেষ্টা করছে যে সেনা হতাহতের সংখ্যা যেন বৃদ্ধি না পায়। মার্কিন সেনাদের সুরক্ষার জন্য তারা কাজ করবে। তিনি আরও বলেন, আমরা নিশ্চিত করব যে আমরা আমাদের সেনাদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন হুঁশিয়ারি দিয়েছিলেন যে, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের কোন ক্ষয়ক্ষতি হলে এর প্রতিশোধ নেবে যুক্তরাষ্ট্র।
চলতি সপ্তাহের আগের সপ্তাহের হিসাবে মার্কিন সেনা নিহতের সংখ্যা ছিল ৩২।
আপনার মতামত লিখুন :