আন্তর্জাতিক ডেস্ক
রাজধানী মস্কোর দক্ষিণাঞ্চলে পাঁচটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। শুক্রবার (২২ ডিসেম্বর) এক ঘণ্টার মধ্যে ড্রোনগুলো ভূপাতিত করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কালুগা অঞ্চলে চারটি এবং মস্কোর সীমানার ভেতরে পঞ্চম ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, ড্রোনগুলোর ধ্বংসাবশেষ পডোলস্ক অঞ্চলে পতিত হয়েছে। তবে কোনও ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর জানা যায়নি।
মস্কোকে লক্ষ্য করে ড্রোন হামলা গ্রীষ্মকালে শুরু হয়েছিল। ওই সময় একটি বাণিজ্যিক এলাকায় আঘাত হানে কয়েকটি ড্রোন। মে মাসে ক্রেমলিনের একটি ভবনের ওপরে দুটি ড্রোন বিস্ফোরিত হয়েছিল। এতে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
বৃহস্পতিবার ইউক্রেন দাবি করেছে, চলমান যুদ্ধে রাশিয়া এখন পর্যন্ত সাত হাজার ৪০০ ক্ষেপণাস্ত্র ও ইরানের নির্মিত তিন হাজার ৭০০ শাহেদ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।
আপনার মতামত লিখুন :