মোসাদের আমন্ত্রণে ইসরায়েলে কাতারি গোয়েন্দা কর্মকর্তারা


Assroy প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৩, ১২:৩৪ অপরাহ্ন /
মোসাদের আমন্ত্রণে ইসরায়েলে কাতারি গোয়েন্দা কর্মকর্তারা

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েল-ফিলিস্তিন চলমান সহিংসতায় যুদ্ধবিরতির সময় বাড়ানো ও এই ইস্যুতে আরও আলোচনার জন্য ইসরায়েল পৌঁছেছেন কাতারের প্রতিনিধিদল। স্থানীয় সময় শনিবার রাতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের আমন্ত্রণে ইসরায়েল গেছেন তারা। এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা এ বিষয়ে নিশ্চিত করেছে। খবরটি জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। 

কাতারের মধ্যস্থতায় চারদিনের যুদ্ধবিরতি চলছে গাজায়। এর রেশ ধরে এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে  আলোচনা করতে যাচ্ছে  কাতারের প্রতিনিধি দলটি।   

সংবাদমাধ্যমগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, জিম্মিদের মুক্ত করতে যুদ্ধবিরতি বাড়াতে একমত হয়েছে দুইপক্ষ। 

এর আগে গত সপ্তাহে কাতার গিয়েছিলেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। এরপরেই কাতারের মধ্যস্থতায় চারদিনের যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয় ইসরায়েল। 

এদিকে এরই মধ্যে যুদ্ধবিরতি বাড়াতে বাইডেনকে প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, প্রতি ১০ জন জিম্মি মুক্তির বিনিময়ে একদিন যুদ্ধবিরতি বাড়াতে প্রস্তুত আছে ইসরায়েল। 

সোমবার শেষ হতে চলেছে যুদ্ধবিরতির সময়। এখন পর্যন্ত ৩৯ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস।