আন্তর্জাতিক ডেস্ক
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান-বালুচিস্তান প্রদেশে ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থার এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এমনটাই দাবি করছে ইরান। সরকারি বার্তা সংস্থা আইআরএনএ’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
মৃত্যুদণ্ড দেওয়া ওই ব্যক্তির নাম-পরিচয় কিছুই প্রকাশ করেনি ইরান।তিনি মোসাদের হয়ে কাজ করতেন। শনিবার সকালে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়।
বিদেশি গোয়েন্দাসংস্থার সঙ্গে যোগাযোগ, গুরুত্বপূর্ণ গোপন তথ্য সংগ্রহ এবং সেসব তথ্য তাদের কাছে তুলে দেওয়ার অভিযোগ ছিল ওই ব্যক্তির বিরুদ্ধে।
প্রতিবেদনে বলা হয়েছে,অভিযুক্ত ব্যক্তি ইসলামিক দল ও সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার করার লক্ষ্যে মোসাদ অফিসারের কাছে গোপনীয় তথ্য হস্তান্তর করেছিল। তবে কথিত এই হস্তান্তর কোথায় হয়েছে তা বলা হয়নি।
এদিকে কখন ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়েও স্পষ্ট জানা যায়নি। তবে আইআরএনএ বলছে গ্রেফতারের পর তার আপিল প্রত্যাখ্যান করা হয়েছিল।
আপনার মতামত লিখুন :