আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে যেসব জিম্মিদের সশস্ত্র গোষ্ঠী হামাস মুক্তি দেবে তার একটি তালিকা হাতে পেয়েছে ইসরায়েল। শুক্রবার (২৪ নভেম্বর) গভীর রাতে এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। শনিবার তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এই খবর প্রকাশ করেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, হামাসের কাছ থেকে জিম্মিদের পাওয়া তালিকাটি পর্যালোচনা করে জিম্মিদের পরিবারকে জানানো হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ এর তথ্য মতে, শনিবার ১৩ জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে চার দিনের যুদ্ধবিরতি শুরু করে ইসরায়েল এবং হামাস। এই বিরতির প্রথম দিনে ইসরায়েলের কারাগার থেকে ৩৯ ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে ২৪ জন ইসরায়েলি ও বিদেশি জিম্মিকে মুক্তি দেয় হামাস।
ইসরায়েল-হামাসের মধ্যকার এ চুক্তির অধীনে, চার দিনে অল্প অল্প করে বেশ কয়েকজন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।
ইসরায়েলের দাবি, গত ৭ অক্টোবর দেশটির দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় দেশটির এক হাজার ২০০ নাগরিক নিহত হয়েছে। আর হামলা শেষে কমপক্ষে ২৩৯ ইসরায়েলিকে জিম্মি করে নিয়ে গেছে হামাসের যোদ্ধারা।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, হামাসের হামলার জবাবে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবহিনীর অতর্কিত বোমা হামলায় যুদ্ধবিরতির আগ পর্যন্ত অন্তত ১৪ হাজার ৮৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের মধ্যে ৬ হাজার ১৫০ জন শিশু এবং ৪ হাজার নারী।
আপনার মতামত লিখুন :