আন্তর্জাতিক ডেস্ক
মুক্তিপণের জন্য নিজের সন্তানকে নিজেই অপহরণ করেছেন একজন মা। এই অপহরণের দায়ে তাকে অভিযুক্তও করা হয়েছে। স্বামীর কাছ থেকে মুক্তিপণ নেওয়ার জন্য নিজের সন্তানকে অপহরণ করেছেন কলম্বিয়ান এই নারী।
১২ নভেম্বর রবিবার সন্ধ্যায় কলম্বিয়ার বারানকুইলার দক্ষিণে ক্যারিবে ভার্দে থেকে দুই বছর বয়সী শিশুটিকে অপহরণ করা হয়। এই খবর মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে।
দুইজন হেলমেট পরিহিত ব্যক্তি মোটরসাইকেল নিয়ে ওই শিশুটির মায়ের কাছে আসে। তারপর দুই বছর বয়সী ওই শিশুটিকে তার মায়ের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় তারা।
কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পুলিশ এসে ওই নারীর কাছে জানতে চায় কীভাবে কী হয়েছে, শিশুটিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে ওইদিন মধ্য রাতে এক নারী পুলিশকে ফোন করে বলেন, তার ১৭ বছরের ছেলে এক বাচ্চাকে নিয়ে বাসায় এসেছে। এই বাচ্চাটার সঙ্গে ওই অপহরণ করা শিশুটির বর্ণনার মিল রয়েছে।
তখন পুলিশ ওই যুবককে প্রশ্ন করে জানতে পায়, ওই সন্তানের মা এবং সে পরিকল্পনা করে শিশুটিকে অপহরণ করেছে। পুলিশ বলে, অপহরণ করা ওই যুবক ছেলেটির মায়ের বন্ধু। সন্তানের বাবার কাছ থেকে ১৬ লাখ ২০ হাজার মুক্তিপণ আদায়ে তারা ঐ সন্তানকে অপহরণ করে।
কিন্তু এটা এখনও পরিষ্কার না, অপহরণের সময় ছেলেটির বাবা-মা একসঙ্গে বসবাস করছিলেন কি না।
কলম্বিয়ার এক সংবাদমাধ্যম জানিয়েছে, দুই বছর বয়সী সন্তান এখন তার বাবার কাছে রয়েছে। এদিকে জেলে অপেক্ষা করছে মা।
আপনার মতামত লিখুন :