রাশিয়াকে সহযোগিতাকারী ব্যাংকগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৩, ১২:২২ অপরাহ্ন /
রাশিয়াকে সহযোগিতাকারী ব্যাংকগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়াকে অর্থপ্রদানে সহযোগিতাকারী ব্যাংকগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রুশ সামরিক-শিল্প কমপ্লেক্সের জন্য অর্থপ্রদানে সহযোগিতা করে এমন ব্যাংকগুলোকে সতর্ক করার লক্ষ্যে শুক্রবার (২২ ডিসেম্বর) নতুন এই পরিকল্পনা ঘোষণা করেছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। মূলত, ইউক্রেন আক্রমণের জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অর্থায়নের ক্ষমতাকে পঙ্গু করার চেষ্টায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এই খবর জানিয়েছে।

এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, রাশিয়ার যুদ্ধ পরিচালনার জন্য প্রয়োজনীয় সেমিকন্ডাক্টর, বল বিয়ারিং এবং অন্যান্য সরঞ্জাম ক্রয় করায় ব্যবহৃত চুক্তিগুলোকে সহজতর করে এমন ব্যাংকগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রয়োগ করা হবে। এমনকি কোনও ব্যাংক যদি অসচেতনতার কারণে অর্থায়নে ভূমিকা রাখে সেগুলোকেও ছাড় দেওয়া হবে না।

নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের ব্রিফ করা জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, শুক্রবার দুটি নির্বাহী  আদেশ সংশোধন করবেন প্রেসিডেন্ট জো বাইডেন। যা যুক্তরাষ্ট্রকে প্রথমবারের মতো ইউক্রেন যুদ্ধের জন্য তথাকথিত দ্বিতীয় নিষেধাজ্ঞা আরোপের অনুমতি দেবে। এর অর্থ হলো, যেসব ব্যাংক  ইতোমধ্যে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এমন সংস্থাগুলোর সঙ্গে ব্যবসা করা ব্যাংকগুলো কঠোর আর্থিক জরিমানার মুখে পড়তে পারে—সেটি তারা জেনে করুক বা না জেনে।

এই পদক্ষেপটি কিছু মার্কিন ব্যাংকের জন্য নতুন মাথাব্যথার কারণ হতে পারে। যদিও অনেক আন্তর্জাতিক ব্যাংক রাশিয়ার সঙ্গে সরাসরি ব্যবসা করে না। যেসব ব্যাংক বাণিজ্যে অর্থায়ন চালিয়ে যাচ্ছে এমন তৃতীয় দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য মধ্যস্থতাকারী ব্যাংক হিসেবে কাজ করে থাকে।

ওই বিবৃতিতে আরও বলা হয়, বাণিজ্য অব্যাহত ছিল এবং সেই সম্পর্কগুলো এখনও বজায় আছে এমন ব্যাংকগুলোর মধ্যে কয়েকটিকে জরিমানাও করা হতে পারে।

একটি বিবৃতিতে ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন বলেছেন, ‘আমরা আশা করছি, আর্থিক প্রতিষ্ঠানগুলো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে প্রতারণা এবং ফাঁকি দেওয়ার সহায়ক ভূমিকা পালন করছে কি-না তা নিশ্চিত করার সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। আমরা রাশিয়ার যুদ্ধ পরিচালনায় সুবিধা প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কর্তৃপক্ষের নির্ধারিত কঠোর ব্যবস্থাগুলো গ্রহণ করতে দ্বিধা করব না।’