আন্তর্জাতিক ডেস্ক
অবরুদ্ধ গাজায় বিমান হামলায় চালিয়ে হামাসের শীর্ষ অস্ত্র নির্মাতা মাহসেন আবু জিনাকে হত্যার দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। বুধবার (০৮ নভেম্বর) হামাসের গোপন সুড়ঙ্গে বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে আরও কয়েকজন যোদ্ধাকে হত্যার দাবি করেছে বাহিনীটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজা শহর পুরোটাই ইসরায়েলি বাহিনী ঘিরে ফেলেছে। সেনারা শহরের কেন্দ্রস্থলের দিকে অগ্রসর হয়েছে।
ইসরায়েলের প্রধান সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, গাজার ভূগর্ভে কয়েকশ কিলোমিটার বিস্তৃত হামাসের সুড়ঙ্গ ধ্বংস করতে যুদ্ধ প্রকৌশলীরা বিস্ফোরক ব্যবহার করছেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, ইসরায়েলের একটিই লক্ষ্য। সেটা হলো, গাজায় হামাসের সন্ত্রাসী কার্যক্রম, কমান্ডার, অবকাঠামো, বাঙ্কার ও যোগাযোগ কক্ষ ধ্বংস করা।
এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস গোষ্ঠী বলেছে, ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযানের সময় তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষতিসাধন করেছে।
রয়টার্স উভয় পক্ষের দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত হামাসের বেশ কয়েকজন কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল।
আপনার মতামত লিখুন :