আন্তর্জাতিক ডেস্ক
ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় একটি মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত হয়েছে। দেশটির উপকূলে ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করেছে হুথিরা। মার্কিন কর্মকর্তারা এবং ইরান সমন্বিত হুতি এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইয়েমেনের উপকূলে মার্কিন সামরিক বাহিনীর একটি এমকিউ৯ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে হুথি বাহিনী।
এ বিষয়টি হুথি সামরিক বাহিনীর এক মুখপাত্রও নিশ্চিত করেছেন।
টানা এক মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের যুদ্ধ চলছে। চলমান এ যুদ্ধের মধ্যেই মার্কিন ড্রোন ভূপাতিত করার এই ঘটনা ঘটল।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের জেরে আঞ্চলিক উত্তেজনার লক্ষ্য করা যাচ্ছে। আর এই কারণেই মূলত মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর কার্যকলাপের বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছে ওয়াশিংটন।
এর আগে, গত মাসে, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও বেশ কয়েকটি ড্রোনকে নিক্ষেপ করে হুথি বিদ্রোহীরা। তখন সেগুলো আটকে দিয়েছিল মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ।
বিবিসি বলছে, গাজা উপত্যকায় চলমান এ সংঘাতের জেরে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে মার্কিন বিমানবাহী রণতরী, মেরিন এবং সহায়ক বহু জাহাজসহ সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে জড়ো করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ইয়েমেন ও ইসরায়েলের মধ্যে অবস্থিত লোহিত সাগরে সামরিক জাহাজে সেনা মোতায়েনের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইরান সমর্থিত গোষ্ঠী এবং তেহরানের ঘনিষ্ঠ মিত্র। ২০১৪ সাল থেকে ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে দীর্ঘ গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে তারা।
এই অঞ্চলে ইরান-সমর্থিত আরেকটি গ্রুপ লেবাননের হিজবুল্লাহ। গোষ্ঠীটির ডেপুটি লিডার শেখ নাইম কাসেম। চলতি সপ্তাহে, গাজায় বেসামরিক মানুষের ওপর ইসরায়েলের চালানো হত্যাযজ্ঞের ফলে মধ্যপ্রাচ্যে ব্যাপক যুদ্ধ ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেন তিনি। শেখ নাইম কাসেম বিবিসিকে বলেন, ‘এই অঞ্চলে চলমান এ সংঘাত অত্যন্ত গুরুতর এবং অত্যন্ত বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়তে পারে এবং এর প্রতিক্রিয়া কেউ থামাতে পারবে না।’
আপনার মতামত লিখুন :