আন্তর্জাতিক ডেস্ক
২০১৯ সালের পর এই প্রথম চীনকে উড়োজাহাজ সরবরাহ করেছে মার্কিন জায়ান্ট উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িং। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে কোম্পানিটি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, বোয়িং চীনের জুনেয়াও এয়ারলাইন্সকে ৭৮৭ ড্রিমলাইনার নামের একটি উড়োজাহাজ সরবরাহ করেছে। ২০১৯ সালের পর এই প্রথম চীনের কোনও এয়ারলাইনের কাছে বাণিজ্যিক উড়োজাহাজ সরবরাহ করলো নির্মাতা এই কোম্পানি।
ফ্লাইটরাডার ২৪ এর ডেটা অনুসারে, প্রশান্ত মহাসাগরীয় সময় বৃহস্পতিবার সকাল ১১:২৪ মিনিটে ওয়াশিংটন রাজ্যের এভারেট পেইন ফিল্ড থেকে একটি ৭৮৭ উড়োজাহাজ নিয়ে একটি ব্যক্তি মালিকানাধীন চীনা বাহক ‘জুনিয়াও এয়ারলাইন্স’ উড্ডয়ন করে এবং সেটি সাংহাইয়ের দিকে রওনা দেয়।
এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বোয়িং।
দুইটি বিমান দুর্ঘটনার পর বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্সের উড়োজাহাজ চলাচল দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়। ২০১৯ সালে বোয়িং উড়োজাহাজের বেশিরভাগ অর্ডার এবং ডেলিভারি স্থগিত করেছিল চীন।
সর্বশেষ ২০২১ সালে এক চীনা গ্রাহকের কাছে একটি লিজড ড্রিমলাইনার উড়োজাহাজ সরবরাহ করেছিল বোয়িং। তবে ২০১৯ সালের নভেম্বর থেকে কোনও ৭৮৭ সরাসরি চীনা উড়োজাহাজ সংস্থার কাছে হস্তান্তর করা হয়নি।
বিশ্লেষকরা আশা করছেন, এই সরবরাহের মধ্যে দিয়ে চীনের সঙ্গে বোয়িং-এর সম্পর্কের উন্নতি সম্ভব হবে এবং এটি বোয়িংয়ের আরও কয়েক ডজন উড়োজাহাজ বিক্রির পথ সুগম করে দিয়েছে যার মাধ্যমে কোম্পানিটি একটি বড় অঙ্কের অর্থ আয় করবে।
চীনের সঙ্গে যেকোনও অগ্রগতি সুসংবাদ হলেও, ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যকার ভূ-রাজনৈতিক পরিবর্তনের জন্য চীনা এয়ারলাইন্সের সঙ্গে বোয়িং এর ভবিষ্যত ব্যবসা ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন অনেকে।
আপনার মতামত লিখুন :