৫০ বন্দির মুক্তির বিনিময়ে তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস  


Assroy প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৩, ৮:৩১ পূর্বাহ্ন /
৫০ বন্দির মুক্তির বিনিময়ে তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস  

আন্তর্জাতিক ডেস্ক

কাতারের মধ্যস্ততায় ৫০ বন্দিকে মুক্তির বিনিময়ে ইসরায়েলের সঙ্গে তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। বুধবার (১৫ নভেম্বর) কাতারের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

এই চুক্তির বাস্তবায়ন হলে এটিই হবে গাজায় চলমান সংঘাতে একসঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক বন্দি মুক্তির ঘটনা।

কর্মকর্তারা বলছেন, চুক্তিটি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। তবে তিন দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ৫০ বন্দিকে মুক্তিতে রাজি হয়েছে হামাস।

এছাড়া, ইসরায়েলের কারাগার থেকে কিছু ফিলিস্তিনি নারী ও শিশুদেরকে মুক্তি দেবে ইসরায়েল এবং গাজায় মানবিক সহায়তার পরিমাণ বাড়াবে বলেও ধারণা করা হচ্ছে। তবে হামাস প্রাথমিকভাবে এই চুক্তিতে সম্মতি জানালেও এখনও বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েল।

আলোচনাধীন এ চুক্তির অংশ হিসেবে ইসরায়েল তার কারাগার থেকে কতজন ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেবে তা জানা যায়নি। তবে কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে এখনও আলোচনা চলছে।

গত ৭ অক্টোবর গাজায় সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায় হামাস। এ হামলায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হওয়ার দাবি করেছে ইসরায়েল। এসময় ইসরায়েলের ২৪০ জনের বেশি মানুষকে বন্দি করে গাজায় নিয়ে যায় হামাসের যোদ্ধারা। তাদের মুক্তি বিষয়ক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কাতার।