আন্তর্জাতিক ডেস্ক
দুই দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার ভিয়েতনাম পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই নিয়ে ছয় বছর পর হ্যানয় সফরে গেলেন চীনা প্রেসিডেন্ট। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার অংশ হিসেবে শি জিনপিংয়ের এই ভিয়েতনাম সফর।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভন থুং, প্রধানমন্ত্রী ফাম মিন চিন এবং কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নগুয়েন ফু ট্রং এর সঙ্গে সাক্ষাৎ করবেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং।
সেপ্টেম্বরে ভিয়েতনামে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জি-২০ সম্মেলনের পরপরই ভারত থেকে ওয়াশিংটনে ফেরার পথে ভিয়েতনামে বিরতি নিয়েছিলেন মার্কিন বাইডেন। সেখানে যুক্তরাষ্ট্র-ভিয়েতনাম সম্পর্কের কৌশলগত মাত্রা নিয়ে আলোচনা করেন দুই রাষ্ট্র প্রধান।
বিশ্লেষকরা বলছেন, হ্যানয়ে ওয়াশিংটনের প্রভাব কমিয়ে চীন ও ভিয়েতনামের মধ্যে সম্পর্ক জোরদার করতেই এই সফরে গেছেন শি জিনপিং। উল্লেখ্য দক্ষিণ চীন সাগর নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এই সফরে দুই দেশের মধ্যে মতপার্থক্য দূর করার মতো বিষয়গুলো এবার আলোচিত হতে পারে।
ভিয়েতনামের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি পরিচালিত একটি পত্রিকায় লিখিত এক নিবন্ধে শি জিনপিং বলেছেন, এশিয়ার ভবিষ্যৎ এশীয়দের হাতেই নির্ধারিত হবে, অন্য কারও হাতে নয়। চীনা রাষ্ট্রদূতের বরাত দিয়ে ভিয়েতনামের একটি রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, হ্যানয়ের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক যে পর্যায়ে রয়েছে, চীন-ভিয়েতনাম সম্পর্ক তার চেয়েও বেশি উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী বেইজিং। এ লক্ষ্যে ভিয়েতনামের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করতে চায় চীন।
এসব চুক্তির মধ্যে ভিয়েতনামে রেল লিংক চালু, বিভিন্ন বৃত্তি দেওয়া, ভিয়েতনাম-চীন যোগাযোগ অবকাঠামো উন্নতকরণ, ডিজিটাল আন্তঃসংযোগসহ কয়েকটি প্রকল্প উল্লেখযোগ্য।
ডিজিটাল আন্তঃসংযোগ বলতে মূলত অপটিক্যাল ফাইবার কেবল, ডেটা সেন্টার এবং অন্যান্য টেলিকম অবকাঠামো বুঝানো হয়েছে। উল্লেখ্য ভিয়েতনাম একটি উন্নত ৫–জি নেটওয়ার্ক তৈরি করার পরিকল্পনা করছে।
আপনার মতামত লিখুন :