অস্ট্রেলিয়া পৌঁছে এখনও মাঠের অনুশীলন শুরু করেনি বাংলাদেশ দল। দীর্ঘ ভ্রমণক্লান্তি কাটাতে আজ রবিবার শুধু জিম সেশন করেছে। তবে মেলবোর্নের ঠান্ডা আবহাওয়া কিছুটা দুর্ভাবনায় ফেলেছে দলকে। ১৬ নভেম্বর ম্যাচের আগে অবশ্য সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার আশা করছেন দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ‘আই’ গ্রুপে আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। মেলবোর্নে ম্যাচটি হবে রাত ৮টায়। দিনের চেয়ে রাতের তাপমাত্রা আরও কমবে। এমন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন ডিফেন্ডার রহমত মিয়া, ‘প্রায় ২৪ ঘণ্টা ভ্রমণ করে আমরা অস্ট্রেলিয়া এসেছি। আজকে মূলত রিকভারি সেশন ছিল। আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমরা অনুশীলন শুরু করবো। স্বাভাবিকভাবে এক একটা দেশে ভিন্ন আবহাওয়া থাকে, যেমন আমাদের দেশে একটু গরম, অস্ট্রেলিয়াতে প্রবাহমান ঠান্ডা।’
এরপরই আশাবাদী কণ্ঠে তিনি বলেছেন, ‘চার দিন আগে এসে আমাদের ভালো হয়েছে। যেহেতু আমাদের খেলা রাত ৮টায়, আরও বেশি ঠান্ডা থাকবে। তাই আমি মনে করি এই চারটা দিন আমাদের জন্য এ আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ। আশা করি, আমরা মানিয়ে নিতে পারবো।’
কোচ কাবরেরাও এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে খেলোয়াড়দের যতটা সম্ভব রিকভারি করানো। লম্বা ভ্রমণের ক্লান্তিও দূর করতে হবে। সকালে জিম সেশন হয়েছে। কিছু মবিলিটি, জিম ওয়ার্ক, ট্রেনিং- এগুলো করতে হবে এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। আগামীকাল আমরা মূল ট্রেনিং সেশন শুরু করবো।’
রাতে ম্যাচ হলে তখন তাপমাত্রা আরও কমে ঠান্ডা বেশি হবে। তাই কাবরেরা সতর্ক, ‘নিশ্চিতভাবেই এখানকার আবহাওয়া বাংলাদেশের চেয়ে আলাদা। সকালে এখানকার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের মতো, কিন্তু ম্যাচ রাত ৮টায়, তখন তাপমাত্রা থাকবে ১০ ডিগ্রি বা তার কাছাকাছি। একারণেই আমরা এখানে ৪ দিন আগে এসেছি, যাতে করে এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারি। আমি করে করি, তা করার জন্য যথেষ্ট সময় আছে আমাদের।’
আপনার মতামত লিখুন :