অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরাটা দিতে চান মিতুল


Assroy প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৩, ৩:২০ অপরাহ্ন /
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরাটা দিতে চান মিতুল

মদকাণ্ডে নিষিদ্ধ নিয়মিত বাংলাদেশের গোলকিপার আনিসুর রহমান জিকো। তার বদলে তরুণ মিতুল মারমা তেকাঠির নিচে শেষ ভরসা হয়ে আছেন। বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের নতুন অভিযান শুরু হতে যাচ্ছে। ১৬ নভেম্বর মেলবোর্নের ম্যাচকে সামনে রেখে রাঙ্গামাটি থেকে উঠে আসা মিতুল তাই সতর্ক, দিতে চান নিজের সেরাটা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৫ সালে দুই ম্যাচে ৯ গোল হজম করেছিল বাংলাদেশ। এবার কী হবে, এনিয়ে অনেকে সন্দিহান। মেলবোর্নের ইয়ারাভিলে গ্লোরি ফুটবল ক্লাব মাঠে মঙ্গলবার দ্বিতীয় দিনের প্রস্তুতি নিয়েছে দল। যথারীতি রক্ষণ নিয়ে কাজ হয়েছে বেশি। গোলকিপাররা ঘাম ঝরিয়েছেন। তাদের ওপর মূলত ঝড় বয়ে যাওয়ার সম্ভবানা বেশি।

তাই ২০ বছর বয়সী গোলকিপার মিতুল সতর্ক, ‘লক্ষ্য তো… যেহেতু গোলরক্ষক, সেহেতু সবসময়ই লক্ষ্য থাকে যেন গোল হজম না করি। নিজের সেরা পারফরম্যান্স দিতে পারি। দলীয় লক্ষ্য… ওরা বড় টিম, তাই বলে আমাদের যে ভয় থাকবে, তা নয়, আমরা চেষ্টা করবো আগে আমাদের ডিফেন্সটা সামলানোর এবং এই সুযোগে আমরা যতটুকু পাল্টা আক্রমণে যেতে পারি, সেই প্রস্তুতি নিচ্ছি।’

গত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের রক্ষণভাগ ভালো করেছে। শুধু তাই নয়, আফগানিস্তান ও মালদ্বীপ ম্যাচে ছিল ধারাবাহিকতা। মিতুল তাই আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘আসলে আমরা বিগত যে টুর্নামেন্টগুলো খেলেছি, সেখানে আমাদের রক্ষণভাগ ভালো করেছে। আমরা চেষ্টা করছি আরও ভালো করার। অস্ট্রেলিয়া অবশ্যই শক্তিশালী টিম, ওদের সাথে ভালো কিছু করতে হলে আমাদের আরও ভালো পারফরম্যান্স করতে হবে। আবহাওয়ার একটা ব্যাপার আছে; সেটার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আমরা আগেই এখানে এসেছি। রক্ষণ নিয়ে কাজ করছি।’

অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে সেরাটা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুরো দলই। মিতুলের কণ্ঠে তারই প্রকাশ, ‘জাতীয় দলের যতগুলো ম্যাচ আছে, সবগুলোতেই লড়াই করতে হয়। এখানে আমাদের প্রস্তুতিও হচ্ছে… সবসময় বড় কিছু (লক্ষ্য) থাকতে হবে। আমরা সেটাই করছি। বিগত ম্যাচগুলোয় আমাদের দল ভালো করেছে। আপনারা জানেন, অস্ট্রেলিয়া কতটা শক্তিশালী দল। আমরা ওই হিসাবে প্রস্তুতি নিচ্ছি, চেষ্টা করছি, সেরাটা দেওয়ার জন্য।’