স্পোর্টস ডেস্ক
গতকালই শেষ হয়েছে আইপিএল নিলাম। আদিল রশিদের দুর্ভাগ্য সেখানে তাকে কেনার আগ্রহ দেখায়নি কেউ। কিন্তু একদিন পার হতেই আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নাম্বার বোলারের স্বীকৃতি পেয়েছেন তিনি।
চমক আছে ওয়ানডে র্যাঙ্কিংয়েও। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন বাবর আজম। পাকিস্তানি এই ব্যাটার ভারতের শুবমান গিলকে শীর্ষস্থানচ্যুত করেছেন।
রশিদ র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছাতে পেছনে ফেলেছেন দুই অপর লেগ স্পিনারকে। একজন ছিলেন আফগানিস্তানের রশিদ খান (২ নম্বর) আরেকজন ভারতের রবি বিষ্ণয় (৩)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজে প্রথম চার টি-টোয়েন্টি ৭ উইকেট নিয়েছেন রশিদ। যার ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। রশিদ ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছেন। এক দশক আগে শীর্ষে উঠেছিলেন ইংলিশ অফস্পিনার গ্রায়েম সোয়ান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে একটি ফিফটি ও শতকের পর ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার। দুইয়ে থাকা রিজওয়ানের সঙ্গে তার রেটিংয়ের ব্যবধান ১০০।
টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিপক্ষে দারুণ নৈপুণ্যের পর শীর্ষস্থান ধরে রেখেছেন কেন উইলিয়ামসন। পাকিস্তানের বিপক্ষে অজিদের জয়ে অবদান রাখায় তিন ধাপ এগিয়েছেন উসমান খাজা। তার অবস্থান চতুর্থ। বক্সিং ডে টেস্টে ভালো খেললে আরও উন্নতির সুযোগ থাকছে তার।
প্যাট কামিন্স টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে তিনে জায়গা করে নিয়েছেন। নাথান লায়ন চলে এসেছেন পঞ্চমস্থানে।
আপনার মতামত লিখুন :