আগের দুই ম্যাচ থেকে রহমতগঞ্জের সংগ্রহ ছিল মাত্র এক পয়েন্ট। স্বাধীনতা কাপে গ্রুপ পর্বে টিকে থাকতে হলে বিমানবাহিনীর বিপক্ষে তাদের সামনে জয়ের বিকল্প ছিল না। আজ শুক্রবার বিমানবাহিনীকে ৪-১ গোলে বিধ্বস্ত করে পুরান ঢাকার দলটি কোয়ার্টার ফাইনালে উঠার সুযোগ বাঁচিয়ে রাখলো।
গ্রুপে তিন ম্যাচে রহমতগঞ্জের চার পয়েন্ট। শেখ রাসেলেরও পয়েন্ট সমান। এখন আবাহনীর বিপক্ষে শেষ ম্যাচে শেখ রাসেল হারলেই রহমতগঞ্জের সুযোগ থাকবে নক আউটে খেলার।
মুন্সীগঞ্জের মাঠে আজ বিমানবাহিনী আগে গোল করে অন্যরকম ইঙ্গিত দিয়েছিল। ৩২ মিনিটে আব্দুস সাত্তার দলকে এগিয়ে নেন। তবে তাদের এই লিড বেশিক্ষণ স্থায়ী থাকেনি। পরের মিনিটে রহমতগঞ্জ মুরাদের গোলে সমতায় ফেরে।
একজন লাল কার্ড পাওয়ায় বিমানবাহিনীকে ১০ জনকে নিয়ে খেলতে হয়েছে।
রহমতগঞ্জের জয়ে বড় অবদান সামিন ইয়াসারের। দলের হয়ে জোড়া গোল করেন এই মিডফিল্ডার। ৪৪ ও ৫৫ মিনিটে সামিনের জোড়ায় রহমতগঞ্জ দুই গোলে এগিয়ে যায়।
মোহাম্মদ রফিকুল দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে শেষ মুহূর্তে চতুর্থ গোল করেন।
আপনার মতামত লিখুন :