আফ্রিকার বর্ষসেরা কারা জেনে নিন


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৩, ১২:৪৯ অপরাহ্ন /
আফ্রিকার বর্ষসেরা কারা জেনে নিন

স্পোর্টস ডেস্ক

গত মৌসুমে জাতীয় দল ও ক্লাব ফুটবলে দারুণ নৈপুণ্যের পর স্বীকৃতি প্রাপ্য ছিল ভিক্টর ওসিমেনের। সেটা হয়েও গেলো গতকাল। মিশরীয় তারকা মোহাম্মদ সালাহকে পেছনে ফেলে আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন নাইজেরিয়ান স্ট্রাইকার।

মরক্কোয় কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সোমবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। সেখানেই ছেলেদের ক্যাটাগরিতে বর্ষসেরা হয়েছেন ওসিমেন। মেয়েদের ফুটবলে বর্ষসেরা হয়েছেন আরেক নাইজেরিয়ান আসিসাত ওশোয়ালা।    

গত মৌসুমে নাপোলির সিরি আ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অবদান ছিল ২৪ বছর বয়সী ওসিমেনের। সবাইকে অবাক করে দেওয়া পারফরম্যান্সে ২৬ গোল করেছেন তিনি। ইতালির শীর্ষ লিগে সর্বাধিক গোলদাতাও ছিলেন তিনি।

সংক্ষিপ্ত তালিকায় তার নিকটতম বাকি দুই প্রতিদ্বন্দ্বী হলেন- লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড সালাহ, প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) মরক্কান রাইট ব্যাক আশরাফ হাকিমি। তাদের পেছনে ফেলে ১৯৯৯ সালের পর প্রথম নাইজেরিয়ান হিসেবে বর্ষসেরার খেতাব জিতেছেন ওসিমেন। সর্বশেষ বিজয়ী ছিলেন নোয়ানকো কানু।

কাতার বিশ্বকাপে ইতিহাস গড়া পারফরম্যান্সে ছেলেদের ক্যাটাগরিতে বর্ষসেরা দলের খেতাব জিতেছে মরক্কো। তারা সেবার সেমিফাইনালে খেলেছিল। তাদের হয়ে দায়িত্ব পালন করা ওয়ালিদ রেগরাগি জিতেছেন বর্ষসেরা কোচের খেতাব।