‘আমি ফেসবুকে কাউকে ইঙ্গিত করে কিছু লিখিনি’


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৩, ১২:৫২ অপরাহ্ন /
‘আমি ফেসবুকে কাউকে ইঙ্গিত করে কিছু লিখিনি’

আশ্রয় ডেস্ক

এএফসি কাপে গ্রুপ পর্ব থেকে বসুন্ধরা কিংসের বিদায়ের পরই নিজের মতামত তুলে ধরেছিলেন দেশসেরা অন্যতম কোচ মারুফুল হক। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি কোনও দলের বিপক্ষে অভিযোগ তোলেননি। তবে আকারে ইঙ্গিতে যে কিংসকে কেন্দ্র করেই পোস্ট দিয়েছেন তা বুঝতে পারছেন অনেকে।

মারুফুল হক লিখেছিলেন, ‘মাসের পর মাস বছরের পর বছর আপনি আপনার নিজ আঙিনায় নিজ হাতে সাজানো বাগানে পায়চারি করবেন, আর যখনই আপন আঙিনার বাইরে যাবেন তখনই ছোট খাটো খড়কুটোয় হোঁচট খাবেন৷ সুতরাং নিজ আঙিনায় খানা খন্দক বানিয়ে পায়চারির করার অভ্যাস গড়ে তুলুন৷ তারপর বাইরের বড় বড় বাঁধাও তুচ্ছ মনে হবে৷ আজকের শিক্ষা হলো নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। নিজেকেই চ্যালেঞ্জ জানাতে হবে।’

এ নিয়ে মঙ্গলবার বাংলা ট্রিবিউনকে চট্টগ্রাম আবাহনীর উপদেষ্টা কোচ মারুফুল বলেছেন, ‘আমি ফেসবুকে কাউকে ইঙ্গিত করে কিছু লিখি নাই। কোনও দল নিয়েও না। অনেক দিন ধরে লেখা হয় না তাই লিখলাম। এখন যে যেভাবে নেয়। তবে রেফারির ওই লাল কার্ড নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। অনেক সময় পেছন থেকে এমন ট্যাকলিংয়ে খেলোয়াড়দের ক্যারিয়ার শেষ হতে পারে।’