স্পোর্টস ডেস্ক
সংক্ষিপ্ত স্কোর: ৭ ওভারে ৫৪/০ (রোহিত ৩৩*, কোহলি ১৬*; গিল ৪)
রোহিতের আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাঝেই আউট গিল
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা সতর্ক ছিল ভারতের দুই ওপেনারের। কিন্তু দ্বিতীয় ওভারে হ্যাজলউড আসতেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে নিজের স্বভাবসুলভ ব্যাটিং শুরু করেন ওপেনার রোহিত শর্মা। স্টার্কের বেলায় শুরুতে যতটা রক্ষণাত্মক খেলেছেন, ততটাই আক্রমণাত্মক ছিলেন হ্যাজলউডের বেলায়। তাতে ৪ ওভারেই স্কোরবোর্ডের জমা হয় ৩০ রান। তবে সঙ্গী শুবমান গিল ছিলেন পুরোপুরি খোলসবন্দি। এ সময় স্টার্কের বলে গিলের ব্যাটের কানায় লেগে স্লিপে ক্যাচের সুযোগও তৈরি হয়েছে। সেটা কঠিন ছিল যদিও। তবে পঞ্চম ওভারে স্টার্কের বলে চড়াও হতে গেলে শেষ রক্ষা হয়নি তার। শর্ট লেংথের ডেলিভারিতে পুল করতে গিয়ে বিপদ ডেকে আনেন তিনি। ৪ রানে মিড অনে জাম্পার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন গিল।
‘শিশির’ ভাবনায় শুরুতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়া
গত বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল রোহিত শর্মাদের। এবার ঘরের মাঠে বিশ্বকাপ। ফাইনালে উঠে স্বাগতিকরা কোনওভাবেই চাইবে না তৃতীয় বিশ্বকাপ জেতার সুযোগ হাতছাড়া করতে। তাহলে প্রথম দল হিসেবে ঘরের মাটিতে দুটি ওয়ানডে বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়বে তারা। যদিও শুরুতে টস ভাগ্য তাদের পক্ষে আসেনি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরুতে টস জিতে তাদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।
৪৭তম ম্যাচটি দিয়েই আজ পর্দা নামছে বিশ্বকাপের। টানা দশ ম্যাচ জিতে শিরোপা মঞ্চে আসা ভারত অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। টানা ৮ ম্যাচ জেতা অজিদের একাদশও অপরিবর্তিত। অধিনায়ক প্যাট কামিন্স শুরুতে বল করার সিদ্ধান্ত নেওয়ার জন্য শিশিরকে ফ্যাক্টর হিসেবে দেখছেন। এখানে আরেকটি বিষয়ও উল্লেখযোগ্য। সর্বশেষ তিনটি বিশ্বকাপে বিজয়ী হয়েছে রান তাড়া করা দল।
ভারতের অধিনায়ক রোহিত শর্মা অবশ্য জানিয়েছেন, টস জিতলে শুরুতে ব্যাটিংই করতেন তিনি। যেহেতু বড় ম্যাচ প্রচুর রান প্রয়োজন স্কোরবোর্ডে।
একাদশে কারা
দুই দলই উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিস (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
আপনার মতামত লিখুন :