স্পোর্টস ডেস্ক
ব্রাজিলের চলছে দুঃসময়। বলিভিয়া ও পেরুকে বিশ্বকাপ বাছাইয়ে প্রথম দুই ম্যাচ হারানোর পর থেকে আর জয়ের মুখ দেখেনি। শুক্রবার জেতার আশা উজ্জ্বল হয়ে ওঠে চার মিনিটের গোলে। কিন্তু পাঁচ মিনিটের মধ্যে তাদের জাল দুইবার কাঁপায় কলম্বিয়া। এগিয়ে গিয়েও ২-১ গোলে হার মানে ব্রাজিল। এনিয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারলো তারা, আর জয়খরা কাটলো না তিন ম্যাচেও।
গত অক্টোবরে ভেনেজুয়েলার সঙ্গে ড্র করার পর উরুগুয়ের কাছে হেরে যায় ব্রাজিল।
ফার্নান্দো দিনিজের দল এগিয়ে গিয়েছিল ঠিকই। কিন্তু পরে আক্রমণাত্মক কোনও মুহূর্ত সেভাবে তৈরি করতে পারেনি। বিশেষ করে নেইমারের অভাব তারা টের পেয়েছে। খেলার আধঘণ্টা না যেতেই ভিনিসিয়ুস জুনিয়রের ইনজুরিও ভুগিয়েছে তাদের।
কলম্বিয়ার মাঠে ৪ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোল ব্রাজিলকে এগিয়ে দেয়। এই রাতে এটাই ছিল তাদের একমাত্র সত্যিকারের সুযোগ। ২৬ মিনিটে ঊরুর চোট নিয়ে ভিনিসিয়ুস মাঠ ছাড়ার পর থেকে ছন্দ হারায় সেলেসাওরা।
বিপরীতে কলম্বিয়া চালায় আক্রমণ। দিয়াজের চমৎকার একটি গোল প্রচেষ্টা স্লাইড করে রুখে দেন আন্দ্রে। জেমস রদ্রিগেজের শট বক্সের বাইরে থেকে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
শেষ পর্যন্ত দিয়াজ চার মিনিটের ব্যবধানে দুই গোল করে আবেগঘন মুহূর্ত তৈরি করেন। লিভারপুল স্ট্রাইকারের বাবা সপ্তাহখানেক আগে অপহরণকারীদের কাছ থেকে ছাড়া পান। তার সামনেই কলম্বিয়াকে সমতায় ফেরান দিয়াজ। ৭৫ মিনিটে বাঁ প্রান্ত থেকে সতীর্থের বাড়ানো লম্বা ক্রসে হেড করে জাল কাঁপান তিনি। গোল করে আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন, সিনিয়র দিয়াজকেও দেখা যায় দুই হাত শূন্যে ভাসিয়ে বাধভাঙা উদযাপন করতে। চার মিনিট পর দিয়াজ আবার জালে বল জড়ান, ডানপ্রান্ত থেকে সতীর্থের ক্রসে এবার হেড করে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন।
এই জয়ে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে গেছে কলম্বিয়া। আর ৭ পয়েন্ট পাওয়া ব্রাজিল নেমে গেছে পাঁচ নম্বিবরে।
আপনার মতামত লিখুন :