স্পোর্টস ডেস্ক
ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার লোভে ইদানিং কেন্দ্রীয় চুক্তিতে রাজি হচ্ছেন না অনেকে। ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তি ঘোষণার পর যখন দেখা গেলো কয়েকজন তারকা সেখানে নেই। তখন নেতিবাচক ভাবনা জোরালো হতে থাকে। কিন্তু চুক্তির প্রস্তাবে রাজি না হওয়া জেসন হোল্ডার, কাইল মেয়ার্স ও নিকোলাস পুরানরা নিশ্চিত করেছেন, এমনটা করবেন না তারা। আগামী ২০২৩-২৪ মৌসুমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দলের হয়ে ঠিকই অংশ নেবেন। খেলবেন ঘরের মাঠে হতে যাওয়া আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও। যে আসরটির আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।
সম্প্রতি প্রকাশ পাওয়া কেন্দ্রীয় চুক্তির তালিকায় ওই তিনটি নাম সংযুক্ত ছিল না। তবে বামহাতি স্পিনার গুডাকেশ মোটি, ডানহাতি ব্যাটার কেসি কার্টি ও বামহাতি ব্যাটার তেজনারায়ণ চন্দরপল এবং অ্যালিক আথানেজকে প্রথমবারের মতো এই চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে।
শুধু লিগ খেলার লোভেই এমনটা করেন না ক্রিকেটাররা। অনেক সময় ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আর আর্থিক নিরাপত্তার কথা ভেবেও এমনটা করে থাকেন। আর ক্যারিবীয় ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবে রাজি না হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। তারকা খেলোয়াড়দের মধ্যে আগে কিয়েরন পোলার্ড, ডোয়াই ব্রাভো ও ক্রিস গেইলের মতো ক্রিকেটাররা পূর্বেও এমনটা করেছেন। হাই প্রোফাইল ক্রিকেটারদের মধ্যে সর্বশেষ একই রকম ঘটনার নজির রেখেছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। গত বছর কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবে সাড়া না দিলেও গত ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন তিনি। ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসও তিন বছরের চুক্তির বদলে এক বছরের চুক্তিতে রাজি হয়েছেন।
আপনার মতামত লিখুন :